রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি রিসোর্ট পুড়ে ভস্মীভূত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ‘মনটানা রিসোর্টের’ পেছনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা।
আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ও প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।
ইদ্র জিৎ চাকমা বলেন, মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ২০টির বেশি রিসোর্ট পুড়ে গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় লোকজন ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, সাজেক পর্যটন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কাজ করছে। তাদের সহায়তা করছেন স্থানীয় লোকজন। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকের উদ্দেশে রওনা হয়েছে।”
স্থানীয়রা বলেন, দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
আগুনে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট ও মারুয়াতি রেস্টুরেন্ট পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছে না।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ইউএনও শিরীন আক্তারের।
সাজেকের আগুন নিয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাজেকে ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করেছে।