muktijoddhar kantho logo l o a d i n g

লাইফ স্টাইল

নারীর চোখে আদর্শ পুরুষ হওয়ার কৌশল

couple
লাইফস্টাইল ডেস্কঃ পছন্দের ব্যাপারটা ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। তাই সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে একেক জনের পছন্দ একেক রকম। তবে কিছু বৈশিষ্ট‌্য আছে যেগুলো সাধারণত অধিকাংশের ক্ষেত্রেই এক। আমরা সবাই জানি যে, মেয়েরা কেনাকাটা, ঘুরে বেড়ানো, সিনেমা দেখা ইত্যাদি কাজ করতে দারুণ ভালোবাসেন। আর এসব কাজে সঙ্গী হিসেবে যাকে পেতে চান অর্থাৎ প্রেমিক বা হবু জামাইবাবুটির মাঝেও কিন্তু এ ধরণের বৈশিষ্ট্য দেখতে চান তারা। মেয়েদের এসব চির রহস্যময় আকাঙ্খা উন্মোচনে গবেষণা চালিয়েছিল এক ফ্যাশন হাউজ। তাতে উঠে এসেছে মেয়েদের চোখে ‘আদর্শ পুরুষ’- এর রূপ। সেখান থেকে ‘আদর্শ পুরুষ’- এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো-

তালিকাটি তুলে ধরা হলো:

১. উচ্চতা ৬ ফুট

২. পেশীবহুল, একহারা এবং অ্যাথলেটিক দেহের অধিকারী

৩. বাদামী চোখ

৪. ছোট কাল চুল

৫. রুচিশীল পোশাক সম্পর্কে ধারণা আছে

৬. স্টাইলিশ

৭. পানীয়ের ব্যাপারে সচেতন

৮. অধূমপায়ী

৯. রুচিশীল জিন্স, শার্ট এবং ভি গলার গেঞ্জি বাছাইয়ে পারদর্শী

১০. মাত্র ১৭ মিনিটেই বাইরে যেতে প্রস্তুত হতে পারেন

১১. সৌখিনভাবে জীবনধারণে উপার্জনক্ষম

১২. শিক্ষিত

১৩. কেনাকাটা পছন্দ করেন

১৪. মাংস খেতে পছন্দ করেন

১৫. গোসলে বাছাই করা সাবান ব্যবহার করেন

১৬. ক্লিন শেভ করেন

১৭. মসৃন চওড়া বুক

১৮. অন্তত প্রেমিকা বা স্ত্রীর চেয়ে বেশি আয় করেন

১৯. স্টাইলিশ গাড়ি চালান

২০. সঙ্গিনীর মন খারাপে তারও মন খারাপ থাকে

২১. কৌতুক করেন এবং নিজেও হাসেন

২২. অন্য নারীর দিকে তাকালে তা স্বীকার করেন

২৩. ড্রাইভিং লাইসেন্স আছে

২৪. বাইক চালাতে দক্ষ

২৫. সাঁতার কাটতে পারেন

২৬. মাঝে মধ্যে বিভিন্ন উপহার দিয়ে চমকে দেবে

২২ মে ২০১৫/ নিঝুম

Tags: