আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
অদ্য ৩ সেপ্টেম্বর ২০১৬ খ্রি: তারিখ শনিবার কিশোরগঞ্জ জেলার কালিবাড়ি রোডে বেসরকারি ক্লিনিক ডিজি ল্যাব থেকে ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ (ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ) স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।
এ সময় ক্লিনিকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ এ পাবলিক প্লেস এর মালিককে নিজ নিজ প্রতিষ্ঠানের উন্মুক্ত স্থানে ধূমপানমুক্ত স্থানের সতর্কীকরণ নোটিশ (ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ) বা ধূমপানমুক্ত সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া আছে। পাবলিক প্লেস এর মালিক, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক আইনের বিধান লঙ্ঘণ করে ধূমপানমুক্ত স্থানের সতর্কীকরণ ব্যবস্থা না রাখলে তা অপরাধ বলে গণ্য হবে এবং এর জন্য তিনি দন্ডিত হবেনধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩-এ পাবলিক প্লেস বলতে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র, আদালত ভবন, বিমানবন্দর ভবন, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, চারদিকে দেয়াল দিয়ে ঘেরা রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা বা যাত্রী ছাউনি, সম্মিলিতভাবে জণসাধারণের জন্য ব্যবহৃত সরকার বা স্থানীয় সরকার কিংবা জনসাধারণের তৈরি করা কোনো স্থান এবং সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে সব সময় ঘোষিত যে কোনো স্থান এর সাথে হাসপাতাল ও ক্লিনিক ভবনকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।
উল্লেখ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল কিশোরগঞ্জ জেলাতে দীর্ঘদিন ধরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৯-২০১৬ইং/ অর্থ