আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
পাবলিক প্লেসে ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ (ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ) স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে এবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে স্থাপন করা হলো ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ। অদ্য ৪ সেপ্টেম্বর ২০১৬ খ্রি: তারিখ রবিবার কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল এর নেতৃত্বে জেলা প্রশাসক এর কার্যালয়ের বিভিন্ন স্থানে এসকল নোটিশ স্থাপন করা হয়। এসময় তার সাথে এনডিসি উম্মে ফাতেমা, বেসরকারি সংস্থা ওয়েপ এর নির্বাহী পরিচালক জনাব মাহফুজুর রহমান রিপন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ এ পাবলিক প্লেস এর মালিককে নিজ নিজ প্রতিষ্ঠানের উন্মুক্ত স্থানে ধূমপানমুক্ত স্থানের সতর্কীকরণ নোটিশ (ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ) বা ধূমপানমুক্ত সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া আছে। পাবলিক প্লেস এর মালিক, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক আইনের বিধান লঙ্ঘন করে ধূমপানমুক্ত স্থানের সতর্কীকরণ ব্যবস্থা না রাখলে তা অপরাধ বলে গণ্য হবে এবং এর জন্য তিনি দন্ডিত হবেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৯-২০১৬ইং/ অর্থ