muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর ১৩ মার্চ

জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর ১৩ মার্চ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৩ মার্চ বাংলাদেশে আসছেন।

সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানানোর লক্ষ্যেই একদিন রোজা রাখবেন অ্যান্তোনিও গুতেরেস।

গত বছর মিসর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব হিসেবে গুতেরেস ২০১৮ সালে প্রথম ঢাকা সফর করেন। আগামী ১৬ মার্চ তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

Tags: