muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত ১১ টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মে প্রবেশ করলে ট্রেনটি লাইনচ্যুত হয়।

জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী ৭২২ মহানগর এক্সপ্রেসটি ডাউন লাইন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আসে। এসময় ১ নম্বর প্লাট ফর্মের প্রবেশ মুহুর্তেই ট্রেনের ঝ বগির ট্রলি ডিসপ্লেস হয়ে মধ্যভাগের দুটি চাকা লাইন থেকে সড়ে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনার পর ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে আছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকিল জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাউন পথের ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রেনটি লাইনচ্যুত অবস্থায়ই ছিল।

Tags: