muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের সূচি প্রকাশ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের সূচি প্রকাশ

চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। আগামী এপ্রিলে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আজ (শনিবার) সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল প্রথম টেস্ট শুরু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে দল।

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

জিম্বাবুয়ে বাংলাদেশের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এক টেস্টের সিরিজে বাংলাদেশ জিতেছিল ইনিংস এবং ১০৬ রানের বড় ব্যবধানে।

Tags: