muktijoddhar kantho logo l o a d i n g

ক্যাম্পাস

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত

প্রশ্নপত্রে ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা কেন নেওয়া হবে না তা জানতে রুলও জারি করেছে আদালত।

বুধবার বিকেলে বিচারপতি ফতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ এক রিট শুনানি শেষে এই আদেশ দেন।

এসময় রিটকারী পরীক্ষার্থী আদালতকে জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় ৬০টি এমসিকিউ প্রশ্নের মধ্যে বিভিন্ন সেটে ১৯টি প্রশ্নই ছিল ভুল। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশমিক শূন্য এক মার্কের জন্যও মেধা তালিকায় অনেক তারতম্য হয়।

এজন্য পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার আবেদন জানান তিনি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন এবং বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দুজন অধ্যাপক প্রশ্নপত্রে ভুলের বিষয়টি স্বীকার করে ন্যায্যতার ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়নের ৩টি পদ্ধতি আদালতে তুলে ধরেন।

তবে আদালত এতে সন্তুষ্ট না হওয়ায় ফল প্রকাশ স্থগিতের আদেশ দেন।

Tags: