মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং হেলপ্এজ ইন্টারন্যাশনাল-এর মধ্যে আজ এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং হেলপ্এজ ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর নির্ঝরিনী হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
ঢাবি উপাচার্য দফতরে আয়োজিত এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান, অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা, ড. মো: রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান ও হেলপ্এজ ইন্টারন্যাশনাল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বাসস।
সমঝোতা স্মারক অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং হেলপ্এজ ইন্টারন্যাশনাল দেশের প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করবে। এছাড়া, জনগণ ও নীতি নির্ধারকদের মাঝে প্রবীণদের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেও উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এ বিষয়ে প্রতিষ্ঠান দু’টি যৌথ সেমিনার ও কর্মশালার আয়োজন এবং গবেষণা কার্যক্রমও পরিচালনা করবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২২-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব
Tags: