muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আইপিএলের দল থেকে প্রস্তাব পাওয়ার কথা জানালেন তাসকিন

আইপিএলের দল থেকে প্রস্তাব পাওয়ার কথা জানালেন তাসকিন

তাসকিন আহমেদের সুদিন চলছে। একের পর এক সুখবর পাচ্ছেন। সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ‘এ+’ক্যাটাগরিতে। এবার আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছ থেকেও প্রস্তাব পেয়েছেন।

টুর্নামেন্ট শুরুর আগেই লক্ষ্ণৌয়ের তিন-চারজন ভারতীয় পেসার চোট নিয়ে ধুঁকছেন। এর মধ্যে মায়াঙ্ক যাদব তো অর্ধেক মৌসুম মিস করতে পারেন। এছাড়া মহসিন খান, আকাশ দীপ এবং আভেশ খানরাও পুরোপুরি ফিট নন।

তাই বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্ণৌ। শুক্রবার (২১ মার্চ) রাজধানীর এক হোটেলে ভক্ত-সমর্থকদের সঙ্গে ইফতার শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, যদি বদলি হিসেবে নিতে চায়, তাহলে আমি খেলতে পারব কি না এবং বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) দেবে কি না।’

‘আমি তাদের জানিয়েছি, আমাদের যদি সুযোগ আসে, বিসিবির পক্ষ থেকে এনওসি নিয়ে এবার কোনো সমস্যা হবে না’-যোগ করেন তাসকিন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এবার এনওসি নিয়ে খুব একটা কঠোর অবস্থানে নেই জানিয়ে ২৯ বছর বয়সি এই পেসার যোগ করেন, ‘আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছে, যদি কোনো সুযোগ আসে, এনওসি পেতে কোনো সমস্যা হবে না।’

Tags: