muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

নাবালক ও নাবালিকার বিয়ে ভন্ডুল: ৫ জনকে জরিমানা

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

শফিক কবীর, স্টাফ রিপোর্টারঃ অদ্য ২২ সেপ্টেম্বর ২০১৬ খ্রি. তারিখ কিশোরগঞ্জ সদরের গাইটাল শিক্ষক পল্লীর মোঃ রহমত আলীর নাবালক পুত্র মোঃ রাজনের সাথে একই উপজেলার চৌদ্দশত ইউনিয়নের টিকওয়াইল গ্রামের মোঃ আজিমউদ্দিনের নাবালিকা কন্যা মোঃ তানিয়া আক্তারের বিবাহের আয়োজন করা হয়। যথারীতি রাজন বর বেশে তার সঙ্গীয় ৩০/৩৫ জন বরযাত্রী নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে যথারীতি খাওয়া দাওয়া সম্পন্ন করে বিয়ের অপেক্ষায়। কিন্ত বিধিবাম। আবারও বাল্য বিবাহের আয়োজনের সংবাদ চলে আসে জেলা প্রশাসনে। সঙ্গে সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল তথ্য সংগ্রহ করেন বর এবং কনের।

2

জানা যায়, কথিত ঘটক পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মোঃ কাইয়ুমের প্ররোচণায় বর ও কনের পক্ষ এ বিয়েতে রাজী হয়। বয়স নিশ্চিত হওয়ার পর নাবালক পুত্র মোঃ রাজনের সাথে নাবালিকা কন্যা মোঃ তানিয়া আক্তারের বিবাহ বন্ধের ব্যবস্থা গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল। আইনী ব্যাখ্যায় উভয়পক্ষ বাল্য বিবাহ আয়োজন যে মারাত্মক ভুল তা স্বীকার করেন।

3

অবশেষে ভ্রাম্যমান আদালত সার্বিক বিবেচনায় বিধি বহির্ভূূত বাল্য বিবাহ আয়োজন করায় বরের বাবা, মা ও মামা প্রত্যেকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা এবং কনে পক্ষের কনের বড় ভাই ও চাচাত ভাই দুইজনের প্রত্যেককে এক হাজার টাকা করে সর্বমোট দুই হাজার টাকা জরিমানা করেন। উভয়পক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে অঙ্গীকার করেন উভয়ের বয়স বিধি মোতাবেক পূর্ণ না হওয়া পর্যন্ত তারা এ বিয়ে দিবেন না।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৯-২০১৬ইং/ অর্থ 

Tags: