muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

যুদ্ধ বিধ্বস্ত গাযায় বাংলাদেশিদের অনুদানে ইফতার বিতরণ

যুদ্ধ বিধ্বস্ত গাযায় বাংলাদেশিদের অনুদানে ইফতার বিতরণ

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহায়তায় বাংলাদেশের মানবিক সংস্থা 'মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাযায় ১শত পরিবারের মাঝে বিতরণ করলো রান্না করা ইফতার ও পানীয়।

ফিলিস্তিনিদের সহায়তা দিতে গঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা 'ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' এর চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সাকিব RTV কে জানান, আমরা ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত অসহায় গাযাবাসীদের নিকট, MY DEVELOPMENT ORGANIZATION এর পক্ষ থেকে গাযার একটি মানবিক সংগঠনের সহায়তায় বাংলাদেশিদের দেওয়া অনুদানে পুরো রমজান মাস জুড়ে ১শত পরিবারে জন্য রান্না করা ইফতার বিতরন করিয়াছি।

কিছুদিন আগে যুদ্ধবিরতি উঠে যাওয়ার পর, গাযার সাথে মিশরের সীমান্ত বন্ধ করে দেওয়ায়, ত্রাণ সামগ্রী গাযায় পৌঁছানো বন্ধ হয়ে যায়। এই সময়ে সেখানে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে আমরা তাদের সাহায্য করার উদ্যোগ নেই এবং পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন অন্তত ১শত পরিবারের মধ্যে ইফতার বিতরণ ও পানীয় বিতরণ করি।

সাকিব আরো বলেন, আমরা ইতিপূর্বে হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করিয়াছি, যা ৪শতের ও অধিক পরিবারের মাঝে বন্টন করা হয়েছে। এছাড়াও আমরা গৃহহীন মানুষদের জন্য অস্থায়ী তাবু এবং মসজিদ নির্মাণ করেছি, গাযায় ৪টি গৃহহীন পরিবারকে সাময়িক বাসস্থানের জন্য তাবু দিয়ে ঘর তৈরি করে দিয়েছি। কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত ফিলিস্তিনি ভাই ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা করে আসছি। পবিত্র ঈদুল ফিতরের পরেও অসহায় ফিলিস্তিনিদের জন্য আমাদের এই সহযোগিতা চলমান থাকবে ।

Tags: