muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৪ জন বন্দিকে মুক্তি

ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৪ জন বন্দিকে মুক্তি

ঈদুল ফিতর উপলক্ষ্যে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এই ২৪ জন এরই মধ্যে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করেছেন।

শনিবার (২৯ মার্চ) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২২ জনকে ৫৭৯ ধারায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়। এছাড়া আরো দুই জনকে ভালো কাজের জন্য মুক্তি দেওয়া হয়।

Tags: