বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এবার একের পর এক লজ্জার নজির গড়ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হার এবং ইতিহাসে প্রথমবার হোম এন্ড অ্যাওয়েতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া নিয়ে অবশেষে মুখ খুলেছেন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা সেলেসাও তারকা নেইমার জুনিয়র।
আর্জেন্টিনার মাঠে ব্রাজিলের হারের ঘটনা এখন অতীতই বটে। কারণ ৫ দিন আগে হওয়া সেই ম্যাচের পর দেশটির ফুটবলের বেশকিছু ঘটনা ঘটেছে। ব্যর্থতার দায়ে বরখাস্ত হয়েছেন কোচ দরিভাল জুনিয়র। এই মুহূর্তে আলোচনা চলছে ব্রাজিলের পরবর্তী কোচ কে হবে তা নিয়ে। যদিও চাইলেই তার আর্জেন্টিনা ম্যাচটিকে এখনই অতীত করে দিতে পারছে না। এই যেমন নেইমারকে সামনে পেতেই সেই প্রসঙ্গ তুলেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম।
চোট সারলেও পুরো ফিট না হওয়ায় সান্তোসের হয়ে ব্রাজিলের ঘরোয়া লিগের প্রথম ম্যাচ খেলতে পারেননি নেইমার। তারই ফাঁকে তিনি পোলিস্তা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। নেইমার বলেন, ‘আমি ম্যাচটি দেখেছি, হার নিয়ে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেও কথা বলেছি। এটি দুঃখজনক, তাই না? আমরা সবাই জানি এভাবে ম্যাচ হারাটা ভালো কিছু নয়। তবে অন্যদিক বিবেচনা করলে, সবারই খারাপ দিন আসতে পারে। এটা ফুটবলেরই অংশ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলের সঙ্গেও সেটাই ঘটছে।’
এ ছাড়া জাতীয় দলের সতীর্থদের আরও নিবেদন বাড়ানো প্রয়োজন বলেও নির্দ্বিধায় জানিয়েছেন নেইমার। বিশ্ব ফুটবলে আবারও ব্রাজিলকে মর্যাদার স্থানে নেওয়ার জন্য তার চাওয়া, ‘আমাদের প্রত্যেক ফুটবলারেরই নিবেদন অজানা নয়। তারা সবাই নিজের সেরাটা দিতে প্রস্তুত। যা আমাদের আরও বেশি প্রয়োজন…।’
২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন নেইমার। সম্প্রতি কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ফুটবলে ফেরার কথা ছিল। কিন্তু ১৬ মাস পর স্কোয়াডে নাম লিখিয়েই ফের চোটের জন্য ছিটকে যান। তার অনুপস্থিতিতে ব্রাজিল কলম্বিয়াকে হারালেও, পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আলবিসেলেস্তেদের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়। যা বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় কোচ দরিভাল জুনিয়রের। গত শুক্রবারই তাকে বরখাস্ত করার কথা জানায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এই মুহূর্তে সিবিএফ ব্রাজিলের যোগ্য কোচ পাওয়ার পেছনে পুরো মনোনিবেশ করছে।