muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি

লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। মিয়ামিকে ১-০ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বিএমও স্টেডিয়ামে হওয়া ম্যাচে হোমগ্রোন ফরোয়ার্ড নাথান ওর্দাজ একমাত্র গোলটি করে দলকে লিড এনে দেন।

ম্যাচের ৫৭তম মিনিটে নাথান ওর্দাজ ডি-বক্সের ভেতর চমৎকার টার্ন নিয়ে নিখুঁত এক শটে বল জালে পাঠান। এরপর লস অ্যাঞ্জেলসের রক্ষণভাগ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ইন্টার মিয়ামিকে গোলশূন্য রাখে।

ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসি একটি ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন। তবে তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এই জয়ের ফলে লস অ্যাঞ্জেলস ১-০ লিড নিয়ে আগামী সপ্তাহে মিয়ামির চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে।

Tags: