muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৪ বিসিএসের নিয়োগ দ্রুত শেষ করতে রোডম্যাপ চান চাকরিপ্রার্থীরা

৪ বিসিএসের নিয়োগ দ্রুত শেষ করতে রোডম্যাপ চান চাকরিপ্রার্থীরা

৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শেষ করার জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে এক অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর, তিনজন করে প্রতিনিধি পিএসসির চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়ে তাদের দাবি জানায়।

স্মারকলিপিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করার ফলে অনেক প্রার্থীকে একাধিক বিসিএস পরীক্ষা একসঙ্গে দিতে হচ্ছে। একই সময়ে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। এর ফলে, প্রার্থীদের জন্য একাধিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, যা তাদের জন্য অমানবিক পরিস্থিতি সৃষ্টি করেছে।

এ কারণে তারা ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে শেষ করে জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ এবং ৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানান।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা দ্রুত শুরু করা এবং ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করা। এছাড়া ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল এবং ৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজনের দাবি করেন তারা, যা প্রার্থীদের একাধিক বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের চাপ কমাবে।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অন্তত দুই মাস পরে, এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আরও কিছু সময় পর আয়োজন করার পরামর্শও দিয়েছেন প্রার্থীরা, যার মাধ্যমে বিসিএসের বর্তমান জটিলতা সমাধান সম্ভব বলে তারা মনে করেন।

Tags: