muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

লাঠিপেটা না করে ছত্রভঙ্গ: রাষ্ট্রপতি পদক পেলেন সেই পুলিশ সদস্য

লাঠিপেটা না করে ছত্রভঙ্গ: রাষ্ট্রপতি পদক পেলেন সেই পুলিশ সদস্য

কৌশলগতভাবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে জনগণের সম্মান রক্ষা করা পুলিশের কনস্টেবল রিয়াদ হোসেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) লাভ করেছেন। গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ এ বিষয়ে প্রজ্ঞাপন সই করেন এবং রোববার এটি প্রকাশিত হয়।

রিয়াদ হোসেনের কৌশলী পুলিশিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা ব্যাপক প্রশংসিত হয়। তিনি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রিয়াদ হোসেনকে অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল এবং জনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় রিয়াদ হোসেন লাঠি দিয়ে আঘাতের ভঙ্গি করলেও কাউকে আঘাত করেননি। সড়কে ধাতব খুঁটিতে আঘাত করে এবং লাঠি দিয়ে বাতাসে ছোঁড়ার মাধ্যমে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছেন। তার এই সহনশীল ও কৌশলগত পদক্ষেপ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে এবং অনেকেই তাকে পুরস্কৃত করার প্রস্তাব দেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার পোস্টে এই পুলিশ সদস্যকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন। দেশে পুলিশের মারমুখী আচরণের বিপরীতে রিয়াদ হোসেনের এমন উদাহরণ নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা তাকে পুরস্কৃত করার ভিত্তি তৈরি করেছে।

এবারের পদক প্রদান গত বছরগুলোর মতো পুলিশ সপ্তাহে নয়, বরং বিচ্ছিন্নভাবে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।

Tags: