সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্র্যাব-১৪। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের নিউ টাউন সিড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর মধ্যেপাড়া এলাকার মৃত: আঃ মান্নাফ ভূইয়াঁর ছেলে মোঃ বশির মিয়া(৩৩) ও সরাইল মধ্যেপাড়ার মোঃ সফি মিয়ার ছেলে মোঃ শাহিন (৩০)। আজ সকালে এক সংবাদ সম্মেলনে প্রেসবিজ্ঞপ্তিতে র্র্যাব -১৪ সিপিসি -২ ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী জানান, সকাল ১০ টায় পৌর শহরের নিউ টাউন সিড়ির মোড় এলাকায় বিপুল পরিমাণ ২১১কেজি গাজাঁসহ তাদের দুইজন কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আনুমানিক মূল্য -৪২,২০,০০০/- (বিয়াল্লিশ লক্ষ বিশ টাকা ও আসামীদের হেফাজতে থাকা ২টি এন্ডোয়েড ফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।