muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, চমক তানজিম

জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, চমক তানজিম

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল থেকে ঘরের মাঠে শুরু হবে সাদা পোশাকের লড়াই। এর আগে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার তানজিম সাকিব। ২২ বছর বয়সী এই পেসার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হয়ে উঠলেও সাদা পোশাকে এবারই সুযোগ পেলেন। মূলত ইনজুরির কারণে তাসকিন আহমেদকে বিশ্রাম পাঠানোর কারণে কপালে খুলেছে জুনিয়র সাকিবের। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ নামবে তাসকিনকে ছাড়াই।

পাকিস্তান সুপার লিগে পুরো আসর খেলার ছাড়পত্র পাওয়ায় লিটন দাস পাকিস্তান চলে গেছেন। অনুমিতভাবেই তাকে বাদ রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি অনিকের পাশাপাশি আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন স্কোয়াডে।

তাসকিন না থাকায় তানজিমের পাশাপাশি ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদও। দলে থাকা বাকি দুই পেসার হচ্ছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। চার পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার কেবল দুজন- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। এর আগের টেস্ট স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে রাখা হয়নি এবার।

চলতি মাসে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে আসছে দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ ২০-২৪ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট চলবে ২৮ এপ্রিল-২ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক),মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Tags: