ক্রীড়া ডেস্কঃ
প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এসেছে আফগানিস্তান।
আইসিসির সহযোগী দেশটি বাংলাদেশের বিপক্ষে দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েছে।
মূল ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার তারা বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। ব্যাটিং, বোলিং উভয় বিভাগে দারুণ পারফরম্যান্স করে ম্যাচটি সফরকারীরা জিতে নেয়।
প্রস্তুতি ম্যাচে জয় ও দুই বছর আগে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়- এই দুই জয়ের অনুপ্রেরণা নিয়ে আজ মাঠে নামবে আফগানরা।
সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলা আফগান একাদশে আজ কমপক্ষে তিনটি পরিবর্তন আসতে পারে। জাভেদ আহমাদি, গুলবাদিন নাইব ও ইয়ামিন আহমদজাই স্কোয়াডে নেই।
মোহাম্মদ শাহজাদের সঙ্গে আজ ওপেন করতে পারেন নওরোজ মঙ্গল। বিসিবি একাদশের বিপক্ষে অর্ধশতক হাঁকানো হাশমতউল্লাহ শাহিদি মিডল অর্ডারে ব্যাট করতে নামতে পারেন।
এদিকে দাওলত জাদরানের সঙ্গে বোলিং অ্যাকশনের নেতৃত্বে থাকতে পারেন ফরিদ আহমেদ অথবা অভিষেকের অপেক্ষায় থাকা করিম জানাত।
তার আগে চলুন দেখে নিই বাংলাদেশের বিপক্ষে কেমন হতে পারে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ :
১. মোহাম্মদ শাহজাদ
২. নওরোজ মঙ্গল
৩. রহমত শাহ
৪. হাশমতউল্লাহ শাহিদি
৫. আসগর স্টানিকজাই (অধিনায়ক)
৬. মোহাম্মদ নবী
৭. নাজিবুল্লাহ জাদরান
৮. রশিদ খান
৯. মিরওয়াইস আশরাফ
১০. দাওলাত জাদরান
১১. করিম মঙ্গল।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২৪-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব