muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আচরণবিধি ভঙ্গের জন্যে ম্যাক্সওয়েলের শাস্তি

আচরণবিধি ভঙ্গের জন্যে ম্যাক্সওয়েলের শাস্তি

আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পাঞ্জাব কিংসের এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে এ আইনভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন।

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ম্যাক্সওয়েল লেভেল-১ ধারা ভঙ্গ করেছেন, তবে তার অপরাধের বিস্তারিত উল্লেখ করেনি তারা। ম্যাক্সওয়েল অবশ্য ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।

চেন্নাইয়ের বিপক্ষে ব্যাট হাতে দুর্বল পারফরম্যান্স দেখান ম্যাক্সওয়েল, ২ বলে ১ রান করে রাভিচান্দ্রান অশ্বিনের বলে ফিরতি ক্যাচ দেন তিনি। বল হাতে তিনি ১১ রান খরচে ১ উইকেট নেন এবং দুটি ওভার করেন।

ম্যাচে পাঞ্জাব ২১৯ রানের লক্ষ্য দিয়ে চেন্নাইকে ২০১ রানে থামিয়ে ১৮ রানের জয় পায়। পাঞ্জাবের দুর্দান্ত পারফরম্যান্সে প্রিয়ান্শ আরিয়ার ১০৩ রান এবং শাশাঙ্ক সিংয়ের ৫২ রানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এবারের আইপিএলে ম্যাক্সওয়েল এখন পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি। গুজরাট টাইটান্সের বিপক্ষে শূন্য রানে আসর শুরু করলেও, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১ বলে ৩০ রান করেন। বল হাতে ৪ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তিনি। তবে, তার ব্যক্তিগত খারাপ সময়ের মধ্যে দল হিসেবে পাঞ্জাব ভালো করছে, তারা ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে।

পাঞ্জাবের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, যেখানে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

Tags: