muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

পাচার অর্থ ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে: গভর্নর

পাচার অর্থ ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে: গভর্নর

কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল অর্থ পাচার করেছে। এসব অর্থ ৬ মাসের মধ্যে জব্দ করে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গর্ভনর জানান, বিদেশে কোথায় কার কী পরিমান সম্পদ আছে, তা পর্যালোচনা করা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে কয়েকটি দেশে সম্পদ জব্দ করার লক্ষ্য সরকারের।

তবে এসব সম্পদ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশি সময় লাগবে জানিয়ে গভর্নর বলেন, বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে।

আজ শুক্রবার বিকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সম্মেলন কক্ষে ‘অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যংকিং ইস্যু’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব তথ্য জানান।

তিনি বলেন, পাচার অর্থ ফিরিয়ে আনা এটা দেশের আইনে শুধু হবে না, বিদেশিদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করতে হবে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে কার্যক্রম পরিচালনা করছি।

দেশে রেমিটেন্স ২৬ থেকে ২৭ শতাংশ বেড়েছে জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। রপ্তানি বাড়ার কারণে আর্থিক খাতে স্বস্তির মধ্যে রয়েছে।

মূল্যস্ফীতিতে বাংলাদেশের অর্থনীতি স্বস্তির দিকে যাচ্ছে মন্তব্য করে গভর্নর বলেন, ‘আমাদের লক্ষ্য এখন জুনের শেষে মুল্যস্ফীতি ৭-৮ এর মধ্যে রাখা। জুলাই মাসে এই মুল্যস্ফীতি পাওয়ার আশা করছি। ইনশাল্লাহ আগামী বছর এটাকে ৫ বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা মূল্যস্ফীতিটা অনেকখানি কমিয়ে আনতে পারব। আর এর সাথে ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে পারব।’

Tags: