muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান গ্রেপ্তার

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান গ্রেপ্তার

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী ও নরসিংদীর জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাইফুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম আজ সোমবার এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নরসিংদীতে সংঘটিত গণহত্যার মামলায় পরোয়ানাভুক্ত এই দুই সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। ৩০তম বিসিএসের পুলিশ ক্যাডারে কর্মজীবন শুরু করা অনির্বান ২০২২ সালের সেপ্টেম্বরে নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। গত বছরের জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি সেখানেই কর্মরত ছিলেন। এরপর ৭ অক্টোবর তিনি রাঙামাটিতে বদলি হয়ে যান।

অন্যদিকে ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম বর্তমানে জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tags: