muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কুমিল্লায় ছাদ বেয়ে নকল দিতে এসে যুবকের জেল, ২২ পরীক্ষার্থী বহিষ্কার

কুমিল্লায় ছাদ বেয়ে নকল দিতে এসে যুবকের জেল, ২২ পরীক্ষার্থী বহিষ্কার

এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র এবং দাখিলের গণিত পরীক্ষায় কুমিল্লা জেলায় মোট ২২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুইজনকে দেওয়া হয়েছে কারাদণ্ড।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের ১১ পরীক্ষার্থী এবং দাখিলের গণিতের ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়াও বরুড়া উপজেলায় দাখিল পরীক্ষায় দুইজন পরীক্ষা পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ছাদ বেয়ে নকল সরবরাহের দায়ে ইমরান হোসেনকে (১৯) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নকল সরবরাহের সময় পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ইমরান হোসেনকে হাতে-নাতে ধরা হয়।

“তাকে আটক করে নিয়ে আসার সময় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে। পরে নিয়ম অনুযায়ী পরীক্ষা আইন ১৯৮০ (১১-ক) ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরীক্ষা সুষ্ঠু রাখতে প্রশাসন কঠোর অবস্থানে আছে।”

অপরদিকে, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে নকল সরবরাহের দায়ে তারেক রহমান নামে আরেক যুবককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

তিনি বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ওই যুবককে ৭ দিনের কারাদণ্ডের পাশাপাশি ২০০ টাকা জরিমানাও করা হয়। পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাকে জেল হাজতে পাঠানো হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কুমিল্লার যেসব উপজেলায় অসদুপায়ের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেখানে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে পর্যবেক্ষণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ইংরেজি তৃতীয় পত্র বিষয়ে অংশগ্রহণ করেন ৫২ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী। এ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭১৯ জন। এছাড়া দাখিল পরীক্ষার গণিত বিষয়ে ৪৩টি কেন্দ্রে ১৪ হাজার ৫৪২ জন অংশ নেন। ৩৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Tags: