muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

উড়ন্ত অবস্থায় বিমান ছিনতাইয়ের চেষ্টা, নিহত ১

উড়ন্ত অবস্থায় বিমান ছিনতাইয়ের চেষ্টা, নিহত ১

মধ্য আমেরিকার উত্তর-পূর্ব অংশের ক্যারিবীয় সাগরের উপকূলে অবস্থিত দেশ বেলিজে উড়ন্ত অবস্থায় একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ছাড়া এক যাত্রীর গুলিতে মারা গেছেন ওই ফ্লাইটে থাকা হামলাকারী। উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা ওই ব্যক্তি আমেরিকার নাগরিক।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ছুরি নিয়ে স্যান পেড্রোগামী ছোট ট্রপিক এয়ারপ্লেন ছিনতাইয়ের চেষ্টা করেন আকিনইয়েলা টেইলর নামের ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি। ওই সময় যাত্রীদের ওপর হামলা করতে শুরু করেন। তাতে তিনজন আহত হয়েছেন।

একপর্যায়ে ফ্লাইটে থাকা আরেকজন গুলি করলে হামলাকারী মারা যান। তবে তিনি কী কারণে এই উড়োজাহাজ ছিনতাই করতে চেয়েছিলেন, তা জানা যায়নি। বেলিজের পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস টেলরকে গুলি করা যাত্রীর প্রশংসা করেছেন এবং তাকে ‘নায়ক’ বলে অভিহিত করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, টেলর কীভাবে বিমানে ছুরি আনতে সক্ষম হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বেলিজের কর্মকর্তারা ঘটনার চলমান তদন্তে সহায়তার জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।

Tags: