মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
শাহরিয়ার রহমান পাভেল, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি ‘হিমু’। তাকে ভালোবেসেই এক ঝাক তরুন-তরুনির সমন্বয়ে গঠিত সমাজসেবামূলক সংগঠন ‘হিমু পরিবহন’। ব্লাড ক্যান্সার, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সারের প্রতি সচেতনতা সহ রক্তদান ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু অহন এর সহায়তায় নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে ‘হিমু পরিবহন’ কিশোরগঞ্জের (হেল্পার) সদস্যরা।
অদ্য ২৫-০৯-২০১৬ইং তারিখ রবিবার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ‘পাকুন্দিয়া ডিগ্রী কলেজ’ মাঠ প্রাঙ্গনে হিমু পরিবহন কিশোরগঞ্জের উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। কলেজের সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কিশোরগঞ্জের হিমু-রুপাদের প্রচেষ্ঠায় সারাদিন ব্যাপি এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পিং এ সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিনামূল্যে রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
হিমু পরিবহন কিশোরগঞ্জের পক্ষ থেকে (হেল্পার) তাসনিম তাজিন ‘মুক্তিযোদ্ধার কন্ঠ’কে বলেন, কিশোরগঞ্জে রক্তদানের মাধ্যমে হিমু পরিবহনকে আরও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি এবং তার পাশাপাশি ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু অহনের চিকিৎসায় আমরা পাশে দ্বারানোর চেষ্টা করছি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-০৯-২০১৬ইং/ অর্থ