muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শেখ পরিবারের ৭ জনকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ‘হবে’ দুদক

শেখ পরিবারের ৭ জনকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ‘হবে’ দুদক

রাজউকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সাত সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক, ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীও রয়েছেন এই তালিকায়।

এর মধ্যে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুমতি দিয়েছে আদালত। বাকিদের বিরুদ্ধেও শিগগিরই আদালতে আবেদন করা হবে বলে দুদক কর্মকর্তাদের ভাষ্য।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, "তদন্তে যিনি সংশ্লিষ্ট বলে প্রতীয়মান হবেন, তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি, গ্রেপ্তারি পরোয়ানা বা অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত কর্মকর্তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তারা আইনি কাঠামোর মধ্যেই এসব পদক্ষেপ নিতে পারেন।"

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে আবেদন করতে তারা ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করতে শুরু করেছেন। 'ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের’ মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত জানুয়ারির বিভিন্ন সময়ে ছয়টি মামলা হয়েছে। সেসব মামলার অভিযোগপত্রও জমা দিচ্ছে দুদক।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান হয়। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি সেখানেই আছেন। তার মেয়ে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের (ডব্লিউএইচওএসইএআরও) আঞ্চলিক পরিচালক। ওই দায়িত্ব পালনের জন্য তিনিও ভারতে রয়েছেন। আর বহু বছর ধরেই জয় থাকেন যুক্তরাষ্ট্রে।

শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তার সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন বলে শোনা গিয়েছিল। তবে এখন তিনি কোথায় আছেন, সে বিষয়ে হালনাগাদ কোনো তথ্য সংবাদমাধ্যমে আসেনি। রেহানার ছেলেমেয়েরা ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে টিউলিপ ব্রিটিশ এমপি।রূপন্তীও লন্ডনেই থাকেন। অভ্যুত্থানের আগে ববি ঢাকায় ছিলেন। এখন তিনিও দেশের বাইরে বলে কর্মকর্তাদের ধারণা।

ওই ছয় মামলার মধ্যে কয়েকটিতে ইতোমধ্যে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে। এছাড়া ‘গণহত্যা’, ‘গুম’সহ তিন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বাংলাদেশ আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করলেও এখনো কোনো সাড়া মেলেনি। আওয়ামী লীগের সরকার পতনের পর ২৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় হাসিনা, জয়, পুতুল, রেহানা, ববি ও রূপন্তীর নামে ১০ কাঠার প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়।

Tags: