muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

স্কুল শিক্ষার্থীদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দেয়া শুরু করলো ভারত

স্কুল শিক্ষার্থীদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দেয়া শুরু করলো ভারত

পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কায় নতুন করে উত্তেজনার মুখে পড়েছে ভারত। এই প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মীর সীমান্তবর্তী এলাকার স্কুলগুলোতে যুদ্ধকালীন নিরাপত্তা প্রশিক্ষণ শুরু করেছে দেশটির প্রশাসন।

ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য সুরক্ষা বিষয়ক মহড়া, গোলাবর্ষণের সময় আত্মরক্ষার কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে।

তুলাওয়ারি গ্রামের মতো এলাকা, যা পাকিস্তানি বাঙ্কার থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত, সেখানকার শিক্ষার্থী ও বাসিন্দারা এখন মারাত্মক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন। বাসিন্দারা জানিয়েছেন, অতীতে তাদের স্কুল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। কিন্তু পেহেলগাম হামলার পর তারা আবারও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

প্রশিক্ষণ কার্যক্রমে শুধু শিক্ষার্থীই নয়, শিক্ষক ও অভিভাবকরাও অংশ নিচ্ছেন। তারা বলছেন, গ্রামে মাত্র দুটি কমিউনিটি বাঙ্কার থাকায় সংকটকালে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

প্রসঙ্গত, গত সপ্তাহে জম্মু ও কাশ্মিরের পেহেলগামের বাইসারন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের মধ্যে পর্যটকও ছিলেন। এ ঘটনার পর থেকেই পাক-ভারত সীমান্তে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

Tags: