muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আবারও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত আলবানিজ

আবারও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত আলবানিজ

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রধান বিরোধীদল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন ইতোমধ্যে পরাজয় স্বীকার করেছেন এবং আলবানিজকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এএফপি

এবারের নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও গৃহনির্মাণ সংকট। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতিগুলোর প্রভাবও অস্ট্রেলিয়ার রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ২২ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়। ১.৮ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ইতোমধ্যেই ৮৫ লাখ বেশি ভোটার আগাম ভোট প্রদান করেছেন। যা ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ভোট দেওয়া সবার জন্য বাধ্যতামূলক।

Tags: