মে মাসের জন্য এলপি গ্যাসের দাম সামান্য কমেছে; তাতে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১৯ টাকা কমে এক হাজার ৪৩১ টাকা হয়েছে। রোববার মে মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর। বিইআরসির ঘোষণা অনুযায়ী, এপ্রিল মাসে সৌদি আরামকো এলপিজির উপাদান প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতিটন ৫৯৭ ডলার ঠিক করেছে। সে অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতিকেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ১১৯ টাকা ২৪ পয়সা, যা আগের মাসে ১২০ টাকা ৮০ পয়সা ছিল। সে অনুযায়ী, এলপিজির সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৬৫৬ টাকা; ১৫ কেজি ১৭৮৯ টাকা; ২০ কেজি সিলিন্ডার ২৩৮৫ টাকা; ২৫ কেজি সিলিন্ডার ২৯৮১ টাকা; ৩০ কেজি সিলিন্ডার ৩৫৭৭ টাকা; ৩৫ কেজির সিলিন্ডার ৪১৭৩ টাকা; ৪৫ কেজির সিলিন্ডার পাঁচ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দামও ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের দাম ঠিক করা হয়েছে ১১৫ টাকা ৪৯ পয়সা।