muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

নতুন মামলায় গ্রেফতার কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেন

নতুন মামলায় গ্রেফতার কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেন

কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনকে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে তাকে কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

কিশোরগঞ্জ জজ কোর্টের কোর্ট ইন্সপেক্টর শামসুল আলম সিদ্দিকী ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলা ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলাটি তদন্ত করছেন কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস মিয়া। তিনি আদালতে সাবেক এমপি আফজাল হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। অপরদিকে, তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ৩ নম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান গ্রেফতার দেখিয়ে আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত মঙ্গলবার (৬ মে) বাজিতপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় আফজাল হোসেনকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে কিশোরগঞ্জে দায়ের হওয়া দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ, বাজিতপুর ও ঢাকায় আফজাল হোসেনের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় হত্যা ও হামলার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আফজাল হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যান। ভারতে পালানোর উদ্দেশ্যে তিনি সীমান্তবর্তী জেলা মেহেরপুরে নিজের মালিকানাধীন আফজাল সুজের এক কর্মচারীর বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গত ২৪ মার্চ ভোরে মেহেরপুর জেলা শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tags: