muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

মামলা সামলাতে দ্বিতীয় ট্রাইব্যুনাল, নেতৃত্বে বিচারপতি নজরুল ইসলাম

মামলা সামলাতে দ্বিতীয় ট্রাইব্যুনাল, নেতৃত্বে বিচারপতি নজরুল ইসলাম

অভিযোগের সংখ্যা বাড়ায় এবং দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজনে হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। ট্রাইব্যুনালের অপর দুই বিচারকের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ ট্রাইব্যুনাল গঠনের কথা জানানো হয়। এদিন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বর্তমানে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় সংঘঠিত ’গণহত্যার’ অভিযোগগুলোর বিচার কাজ চলছে। একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের হাতে গঠিত এ ট্রাইব্যুনালে পরিবর্তন আনা হয়। গত ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসেবে ঘোষণা করা হয়। এ ট্রাইব্যুনালের তার বাকি দুই সঙ্গী হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে পাওয়া অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার-নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় এ আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ও সদস্যরা হাই কোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

Tags: