ভারত-পাকিস্তান যুদ্ধ চলছে। এই পরিস্থিতির মধ্যে ভারতে আইপিএল ও পাকিস্তানে পিএসএল স্থগিত হয়েছে। কিন্তু উত্তেজনার মধ্যেই ভারতের অরুণাচলে আজ থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।
ভারতের অরুণাচল প্রদেশের ইউপির গোল্ডেন জুবিলি স্টেডিয়াম কৃত্রিম টার্ফের। বল অতিরিক্ত বাউন্স করেছে। এতে বাংলাদেশের ফুটবলারদের বল নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। পাহাড়ি এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকেও বেশ উচুতে স্টেডিয়াম।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ দুই গোলের লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ দুই গোল পরিশোধ করে। দুই দলই আর কোনো গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ১১ মে বাংলাদেশের পরের ম্যাচ ভূটানের বিপক্ষে।
ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ফয়সাল। বিরতির আগে মিঠু চৌধুরীর ক্রস থেকে রিফাত কাজী হেডে ২-০ লিড এনে দেন।
বিরতির পর মালদ্বীপ ঘুরে দাঁড়ায়। ৫৭ মিনিটে ইব্রাহিম নাসেরের বা প্রান্তের ক্রসে বাংলাদেশের গোলরক্ষক মাহিন এগিয়ে আসেন। অন্য প্রান্তে প্লেসিংয়ে অনুফ আবদুল্লাহ গোল করেন। ১৬ মিনিট পর এহতান জাকি বক্সের সামনে থেকে জোরালো শটে স্কোরলাইনে সমতা আনেন।
ম্যাচের পর বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, 'আমরা প্রথমার্ধ ভালোই খেলেছিলাম। দ্বিতীয়ার্ধে এক পর্যায়ের মিডফিল্ডে সমস্যা হয়েছিল। সেখান থেকে আমরা এক গোল হজম করি। এরপরই আমাদের ছেলেদের মধ্যে সমঝোতার অভাব দেখা যায়। ২-১ হওয়ার পর মনসংযোগের কারণে পরবর্তীতে ম্যাচ থেকে আমরা বেরিয়ে যাই। পরের ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই জিতেতই হবে।'
সাফ অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলে রয়েছেন দুই প্রবাসী ফুটবলার। দুই প্রবাসীকে কোচ ছোটন একাদশে রাখেননি। দ্বিতীয়ার্ধে আব্দুল কাদিরকে নামিয়েছিলেন। কাদিরকে নামালেও আবার বেশিক্ষণ মাঠে রাখেননি। এক যুগ নারী ফুটবলে কোচিং করানো ছোটনের পুরুষ ফুটবলে সাফের অভিষেক খুব সুখকর হয়নি। দুই গোলে এগিয়ে থেকেও বাংলাদেশকে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।