রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।
শুক্রবার (৯ মে) রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন।
তিনি জানান, রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থলে তিনিসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন। নিহতদের নাম ঠিকানা ও বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে হত্যাকাণ্ডের শিকার দুই নারী আপন বোন। তারা হলেন— মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২) মিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রুমন তাদের পরিচয় নিশ্চিত করেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে দুই বোনকে মসলা বাটার শিলপাঠা ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
এদিকে আরো জানা গেছে, দুই বোনকে বাসায় রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে পরিবারের একজন বাহিরে চলে যায়। পরে সে ফিরে এসে তালা খুলে দেখে দুই বোনের রক্তাক্ত লাশ।
হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এছাড়া অন্য কারণও হতে পারে।