muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ভুটানকে ৩ গোল দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে ৩ গোল দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। আজ বিকেলে ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে 'এ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ গত শুক্রবার গ্রুপের প্রথম ম্যাচে ২-২ গোলে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছিল। সেমিফাইনালে উঠতে আজ জয় প্রয়োজন ছিল। ড্র কিংবা হারলে ভুটান ও মালদ্বীপের ১৩ মে মঙ্গলবারের ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো।

মালদ্বীপ ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। মালদ্বীপ ভুটানকে হারালে সেক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সমান ৪ পয়েন্ট দাড়াবে তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। অন্য গ্রুপ থেকে নেপাল ও ভারত সেমিতে উঠার অপেক্ষায়।

প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশ প্রথমার্ধে ২ গোলের লিড নেয়। মুর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। মুর্শেদ আলী দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন। ম্যাচের ১৩ মিনিটে বাংলাদেশ লিড নেয়। কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন। এবার যোগানদাতা মুর্শেদ আলী। তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঠেলেন। ভুটানী ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সুমন সরেন বল পেয়ে গোল করেন।

বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করেছিল। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের ভুল করেননি। ম্যাচের অন্তিম মুহুর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে বল ঠেলে স্কোরলাইন ৩-০ করেন।

১৬ মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ।

Tags: