কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভৈরবের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬০), শ্রীনগর ইউনিয়নের ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের হাজারীনগর গ্রামের কবির মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ উত্তর আকাশে ঘনকালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ফারুক মিয়া ও ফয়সাল মিয়া ভৈরবের নিজ নিজ বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। ঝড় ও বৃষ্টির আশঙ্কায় দ্রুত কাজ শেষ করতে গিয়ে বজ্রপাতে আহত হন তারা। একই সময়ে কুলিয়ারচরের ছয়সূতি এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কবির মিয়াও আহত হন।
পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা জুঁই বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে রসুলপুর ও শ্রীনগর থেকে দুজন এবং কুলিয়ারচর থেকে একজন বজ্রপাতে আক্রান্ত রোগী নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তারা তিনজনই মৃত। পরবর্তীতে নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।