কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে হাদিস মিয়া (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামে নিজ বাড়ির সামনের মরিচ ক্ষেতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিস মিয়া বিকেলে ক্ষেতের আগাছা পরিষ্কার করছিলেন। হঠাৎ করেই মেঘ জমে বৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গেই বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে করিমগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাদিস মিয়ার বাবা মাজু মিয়া বলেন, ‘ছেলেটা সারা দিন পরিশ্রম করে সংসার চালাত। এখন আমাদের আর কে আছে?’ হাদিস মিয়ার স্ত্রী তিন সন্তানসহ এখন দিশেহারা। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানদের মধ্যে বড়টি মাত্র নয় বছরে পা দিয়েছে।
সাগুলী গ্রামের স্থানীয় ইউপি সদস্য মুক্তা আক্তার বলেন, ‘হাদিস খুব পরিশ্রমী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারিভাবে যদি কিছু সহায়তা দেওয়া হয়, তাহলে পরিবারটি কিছুটা ভরসা পাবে।’
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহায়তা দেওয়ার অনুরোধ করবেন।