muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

কোচ হিসেবে ব্রাজিলে যেসব সুবিধা পাবে কার্লো আনচেলত্তি

কোচ হিসেবে ব্রাজিলে যেসব সুবিধা পাবে কার্লো আনচেলত্তি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ, ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। ক্লাব ফুটবলে তিন-তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচ এবার নামছেন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াইয়ে, লক্ষ একটাই— সেলেসাওদের দীর্ঘ ২২ বছরের বিশ্বকাপ খরা ঘোচানো।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায়ের পর থেকেই এই নিয়োগ নিয়ে গুঞ্জন চলছিল, যা অবশেষে সত্যি হলো। তবে শুধু খেলার মাঠেই নয়, অফ দ্য পিচেও চমকে দিচ্ছে এই চুক্তি। বেতন হিসেবে আনচেলত্তি পাচ্ছেন প্রতি মাসে প্রায় ৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা। বার্ষিক হিসেবে যা দাঁড়ায় ৮৮ লাখ ডলার, অর্থাৎ ১০৬ কোটি টাকার বেশি!

এখানেই শেষ নয়- আনচেলত্তি যদি ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারেন তাহলে তার জন্য বরাদ্দ থাকছে প্রায় ৫৫ লাখ ডলারের পারফরম্যান্স বোনাস। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬৬ কোটি টাকা। মোটা অঙ্কের বেতনের পাশাপাশি থাকছে রাজকীয় সুযোগ-সুবিধা। রিয়াল মাদ্রিদে অধ্যায় শেষ করেই আনচেলত্তি উঠবেন ব্রাজিলের রিও ডি জেনিরোর বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, যার যাবতীয় খরচ বহন করবে সিবিফ। ইউরোপে থাকা পরিবার-বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগের জন্য থাকবে প্রাইভেট জেট, সঙ্গে আন্তর্জাতিক স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধাও।

সব মিলিয়ে, ক্লাব ফুটবলের এক কিংবদন্তি এবার নামছেন ব্রাজিলের জার্সিতে ইতিহাস লিখতে। আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন রিওতে। তার আগেই মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলবেন আনচেলত্তি। দায়িত্ব গ্রহণের পরই পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করবেন এই অভিজ্ঞ কোচ। যেখানে বদলে যেতে পারে ব্রাজিলের ফুটবলভবিষ্যৎ।

আনচেলত্তির অন্তর্ভুক্তি কি ব্রাজিলের ‘নতুন সূর্যোদয়’? সময়ই বলে দেবে এই প্রশ্নের উত্তর। তবে যিনি এসেছেন, তিনি জানেন কীভাবে ট্রফি জেতা যায়। এখন শুধু অপেক্ষা, আনচেলত্তির ছোঁয়ায় কবে আবার বিশ্বকাপ উল্লাসে কাঁপবে রিওর কার্নিভাল।

Tags: