muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ২০২৫ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডুকশেন রর্ফিম ইনশিয়িটেভি বাংলাদশেরে চয়োরম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গনের সর্বক্ষেত্রে দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, ‘আমরা যদি শিক্ষায় দুনীতি বন্ধ করতে পারি, তাহলেই আমাদের যথাযথ উন্নতি হবে। ভালো স্টাডি, কোয়ালিটি এডুকেশন, ভালো স্টুডেন্ট, ভালো টিচার- এসব সেক্টর যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে অন্য কোনো জায়গায় আমাদের কাজ করতে হবে না।’ কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে

অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পীকার ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ। ড. এম আবদুল আজিজ বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞানগত উন্নতি ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতির দায়িত্ব শিক্ষকদেরকেই নিতে হবে। সুশিক্ষা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিতে কাজ করছে কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ। দক্ষ ও মানের শিক্ষক ছাড়া বিশ্বমানের ভালো শিক্ষার্থী তৈরি হবে না। শিক্ষা ব্যবস্থাপনা কতটা উন্নত তা অনেকাংশে নির্ভর করে যোগ্য শিক্ষকের ওপর। আর যোগ্য শিক্ষক তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালকমো. নাসির উদ্দিন এবং নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুমতাহিনা। স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মিসেস সুলতানা সাজিদা ইয়াসমিন। এছাড়াও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোহাম্মদ আবদুল মালেক মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক ‘জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ’ এই স্লোগান নিয়ে ২০০২ সালে কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজ কোড নং ৪৯১৯। ইআইআইএন নং ১৩৩৫৮৫। কিশোরগঞ্জ সদরের চরমারিয়ায় এটি অবস্থিত।

Tags: