muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

এবারের বিপিএলে বিদেশি তারকাদের মেলা

ক্রীড়া ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর থেকে। আর ৩০ সেপ্টেম্বর হবে এই আসরের খেলোয়াড়দের লটারি। তবে ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে আইকন খেলোয়াড়দের দল। এদিকে দলগুলোর বিদেশী ক্রিকেটারদের সাথে চুক্তিও প্রায় সমাপ্ত।

বিপিএলের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। কিন্তু অনিয়ম ও ফিক্সিংয়ের দায়ে বাদ পড়ে এই মালিকপক্ষ। তৃতীয় আসরে মালিক বদলে হয়ে যায় ঢাকা ডাইনামাইটস। তবে সুবিধা করতে পারেনি। আগের আসরে ছয় দলের মধ্যে ঢাকা ডাইনামাইটস হয়েছে চতুর্থ। তবে এবারের আসরে ভালো পরিকল্পনা করেই মাঠে নেমেছে দলটির মালিকপক্ষ। ইতিমধ্যে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসানকে।

অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের সংগ্রহের তালিকায়ও সবার উপরে ঢাকা ডাইনামাইটস। জানা গেছে, আগের আসরে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারার পাশাপাশি দলে ভিড়িয়েছে টি-টোয়েন্টির নামি-দামি ক্রিকেটারদের। এদের মধ্যে আছেন মাহেলা জয়াবর্ধনে, আন্দ্রে রাসেল, রবি বোপারা, ডোয়াইন ব্রাভো। বর্তমান টি-টোয়েন্টি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে আন্দ্রে রাসেলের চাহিদা সবার উপরে। বিপিএলের আগের আসরে রাসেল চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেললেও এবার খেলবেন ঢাকার হয়ে।

এদিকে রাসলেকে দলে নিতে পারলেও গতবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আশার জাইদি, মারলন স্যামুয়েলস, নুয়ান কুলাসেকারাকে ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

গত আসরের ১০ ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া চিটাগং ভাইকিংস এবার আগেই ঠিক করে রেখেছে টি-টোয়েন্টির বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলকে। তবে সর্বোচ্চ চার ম্যাচের জন্য খেলতে পারবেন গেইল।

এদিকে আগের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেললেও এবার নতুন দল রাজশাহীতে খেলবেন ড্যারেন স্যামি। পাকিস্তানের শহীদ আফ্রিদি যোগ দিতে পারেন রংপুর রাইডার্সে।

উল্লেখ্য, ডাবল লিগ পদ্ধতিতে ৪ নভেম্বর শুরু হবে বিপিলের চতুর্থ আসর। ডিসেম্বরের ৭ বা ৮ তারিখ বিপিএল সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এবারের আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /     ২৭-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব

Tags: