সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সহ ৩০৫৭ জন মানুষের ক্ববর খুঁড়েছেন মনু মিয়া। লাল টকবক যে ঘোড়ায় চড়ে তিনি কবর খুঁড়তে যেতেন, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এলাকার কিছু দুর্বৃত্ত তার প্রিয় ঘোড়াটাকে মেরে ফেলে।
দেশের গনমাধ্যমে এই খবর ভাইরাল হলে মনু মিয়াকে একটি ঘোড়া ও তার সাথে একটি ঘোড়ার গাড়ি উপহার দিতে চট্টগ্রাম থেকে ঢাকায় হাসপাতালে ছুটে যান মানবিক সংস্থা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের (ASH) চেয়ারম্যান বন্ধুবর প্রকৌশলী মো. নাসির উদ্দিন।
জনাব নাসির উদ্দিন জানান, গোরখোদক মনু মিয়াকে দেখতে ও গাড়ি সহ একটি ঘোড়া উপহার দিতে আজ চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটে এসেছি। আপনার (মনু মিয়া) জন্য রংপুরে নতুন টগবগে আরেকটা লাল ঘোড়া দরদাম করে ফাইনাল করে রেখেছি। চেয়েছিলাম আজকেই মেডিকেলে এনে আপনাকে সারপ্রাইজ দিবো। আপনার শারীরিক অবস্থা সরেজমিনে দেখে ঘোড়ায় উঠতে পারছেন কি'না নাকি একটা ঘোড়ার গাড়ি বানিয়ে দিবো তা চিন্তা করছি। একইসাথে আপনার ভাইপো জানালো, ঘোড়া না এনে আপনাকে দেখতে আসলে আপনি বেশী খুশী হবেন।
প্রচন্ড আত্মমর্যাদাশীল মানুষ মনু মিয়া সস্নেহে ঘোড়া বা ঘোড়ার গাড়ি, উভয়টাই উপহার নিতে অস্বীকৃতি জানালেন। মূলত তিনি কারো কাছ থেকে কিছু নিতে ইচ্ছুক নন। তখন তাঁকে জানালাম, হাদিয়া নেয়া সুন্নত। তিনি সাথে সাথে জানালেন, হাদিয়া দেয়া ও নেয়া উভয়টাই সুন্নাত। তিনি আমাদেরকে তাঁর কিশোরগঞ্জের বাড়িতে আমন্ত্রণ জানালেন।
৭৫ বয়সী বয়োবৃদ্ধ এই নিখাদ মানবিক মানুষটার কাছে অত:পর জানতে চাইলাম, আপনার অপূর্ণ কি ইচ্ছা আছে? খানিক চুপ থেকে তিনি জানালেন, উমরা হজ্ব করার খুব ইচ্ছে। তাঁকে ভালোবাসা আর শ্রদ্ধার সাথে জানালাম, আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা উমরার উপহার দিতে চাই। আপনি সুস্থ হলেই কাইন্ডলী জানাবেন। আমরা যাবতীয় ব্যবস্থা করে দিবো, ইনশাআল্লাহ। জনাব নাসির উদ্দিন আরো জানান, তিনি সুস্থ হলে তা ভেবে দেখবেন এমনটা জানিয়েছেন। মহান আল্লাহ এ শ্রদ্ধেয় মানুষটার অপূর্ণ ইচ্ছেটা পূরণ করে দিন।
তাঁর মতো মানবিক কাজে নেশাগ্রস্ত লাখো মনু মিয়ার এ দেশে বড্ড প্রয়োজন।