muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

১৩ বছরের সম্পর্ক চুকিয়ে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রোয়াট কিংবদন্তি

১৩ বছরের সম্পর্ক চুকিয়ে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রোয়াট কিংবদন্তি

আরও একটি বর্ণাঢ্য অধ্যায়ের ইতি। বিশ্ব ফুটবল এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার লুকা মদ্রিচ সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ক্রোয়েশিয়ান কিংবদন্তির সঙ্গে চুক্তি আর নবায়ন না করার কথা আগেই জানিয়েছিল লস ব্লাঙ্কোসরা। ফলে মাদ্রিদের ক্লাবে ১৩ বছরের যাত্রা শেষ করছেন মদ্রিচ। আগামী শনিবার তিনি শেষবার বার্নাব্যুতে সাদা জার্সি গায়ে জড়াবেন।

চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মদ্রিচের। এরপরই ৩৯ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার মাদ্রিদ ছাড়বেন বলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন। রিয়ালের হয়ে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন বলেও উল্লেখ রয়েছে তার বিবৃতিতে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তবে রিয়ালের মাঠে মদ্রিচ শেষবার খেলবেন লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে, যেখানে আগামী শনিবার তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।

২০১৮ সালে ব্যালন ডি’অরজয়ী মদ্রিচ বিদায়ের ঘোষণায় বলেন, ‘সময় হয়ে গেছে। আমি কখনোই চাইনি যে সময়টা আসুক। তবে এটাই ফুটবল এবং জীবনে শুরু ও শেষ আছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আমি আমার শেষ ম্যাচটি খেলব। ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি গায়ে জড়ানো এবং বড় কিছু করার প্রত্যাশা নিয়ে এসেছিলাম। কিন্তু পরিশেষে কী ঘটবে সেটা কল্পনা করিনি।’

রিয়াল পুরো জীবন বদলে দিয়েছে উল্লেখ করে ক্রোয়েশিয়ান তারকা আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলার মাধ্যমে একজন ফুটবলার এবং একজন মানুষ হিসেবে আমার জীবন বদলে গেছে। ইতিহাসের সবচেয়ে সেরা ক্লাবটির সফলতম যুগের অংশ হতে পেরে আমি গর্বিত। হৃদয়ের গভীর থেকে আমি ক্লাবটিকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার টিমমেট, কোচ এবং পুরো সময়ে আমাকে সহযোগী হওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘ সময়ে আমি অসংখ্য সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছিল, যা আদতে অসম্ভব মনে হয়েছিল। ফাইনাল, উদযাপন এবং বার্নাব্যুতে জাদুকরী রাত…আমরা সবকিছু জিতেছি এবং এজন্য আমি অনেক অনেক বেশি খুশি।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে রিয়ালের সমর্থক হয়ে থাকার ঘোষণাও দিলেন মদ্রিচ, ‘প্রতিটি করতালি, প্রতিটি ভালোবাসার বহিঃপ্রকাশ, যা আপনারা আমাকে দিয়েছেন এসব কখনোই ভুলব না। আমি পূর্ণ হৃদয়ে বিদায় নিচ্ছি। গর্বে, কৃতজ্ঞতায় এবং ভুলে না যাওয়ার মতো স্মৃতিতে পরিপূর্ণ এক হৃদয় নিয়ে। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি গায়ে মাঠে নামব না, তবুও আমি চিরকাল রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হয়ে থাকব। রিয়াল মাদ্রিদ চিরকাল আমার ঘর হয়ে থাকবে। সারাজীবনের জন্য। হালা মাদ্রিদ, আর কিছু নয়।’

Tags: