muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে ট্রাকের চাপায় দুইজনের মৃত্যু, আহত ৫

ভৈরবে  ট্রাকের চাপায় দুইজনের মৃত্যু, আহত ৫

সোহানুর রহমান সোহান ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে কাঠ বোঝাই ট্রাকের চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। এই ঘটনায় কাঠ বোঝাই ট্রাক আটক চালক পলাতক রয়েছে। নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের মৃত আলেক চান মিয়ার পুত্র আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের মৃত সাবু মিয়ার পুত্র আব্দুল হালিম মিয়া (৬০)। আজ শুক্রবার সকাল সাড় ৬ টায় টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবর নগর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে বাজার বসে হাস বিক্রির উদ্দেশ্যে বাড়ী থেকে যায় আব্দুল হালিম । কিশোরগঞ্জ থেকে ভৈরব অভিমুখি বেপরোয়াভাবে মালবাহী ট্রাক বাজারে উপরে উঠে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল হালিমের ও আঙ্গুর মিয়া (৪৫ একজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আরেকজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠ বোঝায় ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় ট্রাক চাপায় দুইটি সিএনজির দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে।

Tags: