কিশোরগঞ্জে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রুবিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) সকালে সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোছা. রুবিনা আক্তার ওই এলাকার মো. মনিরের স্ত্রী।
প্রতিবেশীরা জানায়, আজ (রবিবার) সকালে রান্নাঘরে রান্না করতে যান রুবিনা। এসময় হিটারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এক নারীর বিদ্যুতায়িত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।