muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে কোনো আপস নয়, ভারতকে পাকিস্তান সেনাপ্রধানের হুমকি

কাশ্মীর নিয়ে কোনো আপস নয়, ভারতকে পাকিস্তান সেনাপ্রধানের হুমকি

কাশ্মীর ইস্যুতে কোনো আপস নয়—এমন কঠোর বার্তা দিয়ে ভারতকে আবারও হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘কাশ্মীর পাকিস্তানের জন্য একটি অগ্রাধিকার ইস্যু এবং এ নিয়ে কোনো ধরনের চুক্তি বা ছাড় দেওয়া হবে না।" খবর দিয়েছে এআরওয়াই নিউজ।’

বৃহস্পতিবার (২৯ মে) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত‘হিলাল টকস’ শীর্ষক এক অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখেন সেনাপ্রধান আসিম মুনির।

এ সময় তিনি বলেন, ‘ভারতের বোঝা উচিত, কাশ্মীর কখনোই আমাদের অগ্রাধিকার থেকে সরে যাবে না। এটা কোনো দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং একটি আন্তর্জাতিক ইস্যু, যেটিকে ভারত বহু দশক ধরেও চাপা দিতে পারেনি।’

ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের জন্য ভারতের ‘নিজস্ব নীতিই দায়ী’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের দমনমূলক নীতিই দেশটিতে সন্ত্রাসবাদের বিস্তার ঘটাচ্ছে।’

বেলুচিস্তান প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘যারা বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা বেলুচ জনগণের প্রকৃত প্রতিনিধি নয়। তারা ভারতের মদদপুষ্ট প্রক্সি শক্তি।’

পাকিস্তানের এই সর্বোচ্চ সামরিক কর্মকর্তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার আভাস মিলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Tags: