muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

হজযাত্রীদের জন্য সৌদির হিট অ্যালার্ট

হজযাত্রীদের জন্য সৌদির হিট অ্যালার্ট

আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে হজ মৌসুম। শুক্রবার এক পূর্বাভাসে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, চলতি হজ মৌসুমে দিনের তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, আর রাতের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আদ্রতার পরিমাণ হবে ১৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। তাই যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এনসিএম জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের কারণে খোলা জায়গা ও মহাসড়কে বালুঝড়ের আশঙ্কা রয়েছে। বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার। হজযাত্রীদের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন থেকে।

Tags: