muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

মিশরে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য কুরবানী করছে বাংলাদেশিরা

মিশরে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য কুরবানী করছে বাংলাদেশিরা

বর্বর ইসরাইলীদের দ্বারা নির্যাতিত হয়ে মিশরে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বাংলাদেশর মানুষের পাঠানো অনুদান দিয়ে কেনা হচ্ছে কুরবানীর পশু। আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন সহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের মানবিক সংগঠন গুলো মিশরের রাজধানী কায়রোর বিভিন্ন এলাকা থেকে উট, গরু, দুম্বা ও ছাগল কিনতে দেখা যায় গত কয়েকদিন ধরে। আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন জানান, এবার যুদ্ধ বিধ্বস্ত গাজায় কুরবানীর পশুর স্বল্পতা ও অত্যাধিক চড়া দামের জন্য সেখানে কুরবানী করা সম্ভব হচ্ছে না। তাই মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমি মিশরে এসেছি। ইতি মধ্যে আশ ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের পাঠানো অনুদান দিয়ে কুরবানীর জন্য কিনেছি উট, গরু ও দুম্বা। যা ঈদের দিন কুরবানী করে তার গোস্ত ও এর সাথে ঈদ উদযাপনের প্রয়োজননীয় খাদ্য সামগ্রী সহ বিতরন করা হবে শতশত ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে।

মিশরে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হুজাইফা খান জানান, গত বছরের ন্যায় এবছরও মিশরে আশ্রয় নেয়া ফিলিস্তিনি শরণার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ইলমান নাফিয়া ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন যৌথ ভাবে বাংলাদেশিদের পাঠানো অনুদান দিয়ে একটি উট, একটি গরু, ৫ টি দুম্বা ও ৫ টি ছাগল কোরবানি করে তার গোস্ত ফিলিস্তিনি উদ্বাস্তু পরিবারের মাঝে বিতরণ করার উদ্যোগ নিয়েছি।

Tags: