muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করায় শ্যালিকার হাতে দুলাভাই খুন

স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করায় শ্যালিকার হাতে দুলাভাই খুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই দুলু মিয়া (৩৫)। বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া সদরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলু মিয়া ওই গ্রামের শওকত আলীর ছেলে। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং একই গ্রামের মোকছেদুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় দুলু মিয়া বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন। দুলু মিয়াকে দেখেই মনি বেগম তাড়াতাড়ি ফোন থেকে নম্বর মুছে ফেলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

তর্কের একপর্যায়ে পাশেই থাকা শ্যালিকা চাঁদনী ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পরই শ্যালিকা চাঁদনী পালিয়ে যান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Tags: