muktijoddhar kantho logo l o a d i n g

পাকুন্দিয়া

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৬ জুন) বিকেল ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের দুলাল মিয়া (৪৫) ও একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৫৫)। আহত একই ইউনিয়নের চরটেকি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাব্বির (২৫)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের পেছনে মোটরসাইকেলটি দাঁড়িয়ে ছিল। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়ার মৃত্যু হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকার বলেন, ‘গুরুতর আহত দুলাল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাহাব উদ্দিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হলেও স্বজনরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।’

আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Tags: