muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শিশুবিবাহ বন্ধ করে কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা ও পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ‘শিশুবিবাহ বন্ধ করে কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা ও পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে।’
বর্তমান সরকার কন্যাশিশুদের উন্নয়নে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘এ লক্ষ্যে সরকার কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসহ পরিপূর্ণ বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যা বহির্বিশ্বেও প্রশংসিত হচ্ছে।’
আগামীকাল জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
‘শিশুবিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’- এবারের এ প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘অভিভাবকদের সচেতনতার অভাবে অনেক সময় কন্যাশিশুদের একটি অংশ শিশুবিবাহের শিকার হয়। এতে এসব শিশুরা মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। একই সাথে তারা বঞ্চিত হয় আয়ের সুযোগ, আধুনিক প্রযুক্তি ও তথ্য প্রবাহ থেকেও। আর অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে এ কিশোরী মায়েরা অনাকাঙ্ক্ষিত মৃত্যুমুখে পতিত হয়।’
এ কারণে কন্যাশিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘একজন সুস্থ নারীই সুস্থ ও সবল সন্তান জন্ম দিতে পারেন এবং কর্মক্ষম হয়ে জাতীয় অর্থনীতিতে বলিষ্ঠ অবদান রাখতে পারেন।’
দিবসটি উপলক্ষে দেশের সকল কন্যাশিশুর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই প্রতিটি কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য।’
জাতীয় কন্যাশিশু দিবস ২০১৬ উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করে রাষ্ট্রপতি বলেন, ‘শিশুবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কন্যাশিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণই হোক-এবারের জাতীয় কন্যাশিশু দিবসের অঙ্গীকার।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২৯  -০৯-২০১৬ ইং/মোঃ হাছিব

Tags: